খুলনা: খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।
শনিবার (৩০ জানুয়ারি) খুলনা প্রেসক্লাব ভবনে সকাল ৮টায় শুরু হও ভোটগ্রহণ, চলবে দুপুর ১টা পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ নির্বাচনে ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে ১১ পদের মধ্যে ৬টি পদে ১০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বাকি ৫টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।
সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন, মো. শাহ আলম ও মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. সামছুজ্জামান শাহীন ও প্রশান্ত কুমার বাছাড়, কোষাধ্যক্ষ পদে শামীম আশরাফ শেলীও দেবব্রত রায়, নির্বাহী সদস্য পদে অভিজিৎ পাল,নেয়ামুল হোসেন কচি, মো. হুমায়ুন কবির ও সুমন আহমেদ।
এছাড়া বাকি ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি পদে এসএম জাহিদ হোসেন, সহ-সভাপতি পদে কৌশিক দে বাপী ও মল্লিক সুধাংশু, দপ্তর সম্পাদক পদে রাশিদুল আহসান বাবলু, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক পদে শেখ কামরুল আহসান।
নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অভিজিৎ পাল বাংলানিউজকে জানান, শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন। সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমআরএম/এমজেএফ/