পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর শহরের নতুন বাজারে তাজ বেকারির স্টোররুমে আগুন লেগে প্রায় ৩৫ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।
শনিবার (৩০ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।
পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজিজুল হক বাংলানিউজকে জানান, তাজ বেকারির দ্বিতল ভবনের নিচতলায় অফিস ও ওপর তলায় রয়েছে স্টোর রুম। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভোর ৫টার দিকে স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
তাজ বেকারির সত্ত্বাধিকারী পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর ইসলাম প্রামাণিক এবং ম্যানেজার জোবায়দুল ইসলাম বাংলানিউজকে জানান, আগুনে স্টোর রুমে রাখা প্রায় ১১ হাজার কেজি পলিথিন প্যাকেট (পাউরুটি ও বিস্কুট প্যাক করার জন্য রাখা খালি প্যাকেট), প্রায় ৩শ’ কেজি ফ্লেভার ও বিভিন্ন কেমিক্যাল পুড়ে গেছে।
এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।
ক্ষয়ক্ষতির ব্যাপারে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজিজুল হক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআই