গাইবান্ধা: গাইবান্ধায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলার আসামি ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাত থেকে শনিবার (৩০ জানুয়ারি) সকাল পর্যন্ত সদরসহ সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দায়ের হওয়া মামলার আসামি। এদের মধ্যে জামায়াতের এক কর্মী রয়েছেন। তাকে জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এএটি/টিআই