ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
গাজীপুরে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ছোট পরিবারের ধারণা এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএনসি ও নবজাতকের যত্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সচেতনতামূলক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে গাজীপুর সার্কিট হাউজ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন মো. আলী হায়দার খান।

গাজীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লাজু শামসাদ হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফৌজিয়া আসমত, মেডিকেল অফিসার (এমসিএইচ এফপি) ডা. মো. আজিজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।