মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকী আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েত উল ভূঁইয়া বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় একটি থেমে থাকা প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডের গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাছটি মহাসড়কের অন্যপাশে গিয়ে পড়লে ওই মহাসড়কের যান চলাচল বন্ধ হয় যায়। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ উভয় পরিবহনের ১০ যাত্রী আহত হয়।
এদিকে, দুর্ঘটনায় ফলে ওয়ানওয়ে সড়কের এক পাশে বাসটি আইল্যান্ডে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে প্রায় ৯ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকারের সাহায্যে বাসটি সরানো পর থেমে থেমে যান চলাচল শুরু বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এএটি/এসএইচ