হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি মধ্যবাসুদেবপুর এলাকা থেকে একশ পিস ইয়াবাসহ বানু (৩৮) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক বানু চুড়িপট্টি এলাকার মুক্তার হোসেনের স্ত্রী।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বাংলানিউজকে জানান, ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবির সদস্যরা হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকা থেকে একশ পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করে। পরে তাকে ইয়াবাসহ হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানান।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এএটি/এসএইচ