ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ব্রিজমোড় থেকে ১৮২ বোতল ফেনসিডিসহ নজরুল শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়।

আটক নজরুল ফরিদপুরের শাহাপুর গ্রামের রবিউল ওরফে রবি শেখের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির আব্বাস বাংলানিউজকে জানান, চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশে ট্রাকভর্তি একটি ফেনসিডিলের চালান পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গড়াইটুপি এলাকায় অবস্থান নেয়।

সকাল পৌনে ৮টার দিকে ওই সড়ক দিয়ে যাওয়া একটি মিনি ট্রাকের চালককে গাড়ি থামানোর সংকেত দিলে তা উপক্ষো করে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে গাড়িটিকে ধাওয়া করলে গাড়ির চালক পালিয়ে গেলেও ১৮২ বোতল ফেনসিডিলসহ নজরুলকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা।

কিছুদিন ধরে নজরুলসহ তার সহযোগিরা চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল ফরিদপুরসহ রাজধানী ঢাকাতে পাচার করে আসছিল। গ্রেফতারের পর নজরুল শেখ তার কয়েকজন সহযোগির নাম প্রকাশ করেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।