ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
কেরানীগঞ্জের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

ঢাকা: কেরানীগঞ্জের পশ্চিম মুগারচরে আব্দুল্লাহ নামে ১১ বছর বয়সী এক শিশু অপহৃত হয়েছে। অপহৃত শিশুর পরিবারের কাছে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন অপহরণকারীরা।



শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার কোনো এক সময়ে শিশুটিকে অপহরণ করা হয় বলে জানিয়েছে অপহৃত শিশুটির পরিবার।

আব্দুল্লাহর নানা মারফত আলী বাংলানিউজকে জানান, আব্দুল্লাহ নিকটস্থ মাঠে ক্রিকেট খেলার কথা বলে শুক্রবার দুপুর ২টায় বাসা থেকে বের হয়। পরে বিকেল সাড়ে ৪ টায় শিশুর মা, এক চাচা এবং বাসার নিকটস্থ এক ফার্মেসির দোকানির কাছে (০১৮৭-৯৩৬১৭৯৫) নম্বর থেকে এসএমএস আসে সন্ধ্যার মধ্যে বিকাশ করে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দেওয়া হলে আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হবে। অন্যথায় শিশুটিকে হত্যা করা হবে বলেও এসএমএসে হুমকি দেওয়া হয়।

আপহৃত শিশ‍ুর নানা আরও জানান, অহরণকারীরা রাত ২টা পর্যন্ত মুক্তিপণ দেওয়ার সময় বেঁধে দেয়। তারা আলাদাভাবে ৩টি বিকাশ নম্বর দিয়েছিলো, কিন্তু বিকাশ নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।

আব্দুল্লাহর বাবা প্রবাসী বাদল হোসেন ৬ মাসের ছুটিতে বর্তমানে দেশে অবস্থান করছেন বলেও জানান মারফত আলী।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন বাংলানিউজকে বলেন, আব্দুল্লাহ নামে এক শিশু অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
এনএইচএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।