ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর মাজারে ডিপিএইচই’র প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বঙ্গবন্ধুর মাজারে ডিপিএইচই’র প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী ওয়ালীউল্লাহ।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

পরে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভাণ্ডার) মনিরুজ্জামান, খুলনা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম ওয়াহিদুল ইসলাম, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার,  টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটুসহ সংশ্লিষ্ট বিভাগের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

পরে, প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন। এর আগে, তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও অফিস পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।