ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশে অবৈধভাবে নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও থানা বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনাগুলো সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন।



এসময় গেন্ডা এলাকায় বেশ কয়েকটি কাঁচাবাজার ও আধাপাকা ঘরও উচ্ছেদ করা হয়।

যোগাযোগ মন্ত্রীর নির্দেশনার পরও সাভার উপজেলার কোথায়ও হাইওয়ের পাশের কোনো স্থাপনা উচ্ছেদ হয়নি।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা যেসব অবৈধ স্থাপনা রয়েছে তা এখন উচ্ছেদ করা হবে। এরই অংশ হিসেবে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন জানান, উচ্ছেদ সবসময় চলমান। কিন্তু অনেক সময় প্রভাবশালীদের কারণে সময়মতো উচ্ছেদ করা সম্ভব হয় না। তাছাড়া রাজনৈতিক কারণেও অনেক সময় হুমকির মধ্যে পড়তে হয়।

এসব দখলদারের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।