ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্র প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
‘সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে ঝিনাইদহে আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে।

শনিবার(৩০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।



জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্যোগে এসব আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম থেকে স্বাধীনতা অর্জনের প্রামান্য দলিলের অংশ থেকে ১০০ স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এখানে শিক্ষার্থীরা ছাড়াও প্রদর্শনীতে অংশ নেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ দেখেনি শিক্ষার্থীরা, কিন্তু আলোকচিত্র প্রদর্শনী থেকে আজ তারা স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারছে। এমনটিই বললেন আগতরা।

একাদশ শ্রেণির ছাত্রী অন্তু জোয়ার্দ্দার বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী কিভাবে বাংলাদেশের মানুষের ওপর হামলা করেছিল তা আজ দেখতে পাচ্ছি। ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা কিভাবে হয়েছিল আজ তা উপলব্ধি করতে পারছি।

ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়ারাণী চন্দ বলেন, বাংলাদেশের ইতিহাস আজ বিকৃত করা হচ্ছে। বর্তমান প্রজন্ম সঠিক ইতিহাস থেকে দূরে ছিটকে যাচ্ছে। যে কারণে শিক্ষার্থীদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে আমাদের এই আয়োজন।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। পরে মুক্তিযুদ্ধের ওপর আলোচনা করা হয়।

আলোচনা সভায় ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়ারাণী চন্দ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দলিল উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ডার শফিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।