ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ভুয়া এসআই গ্রেফতার

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
রংপুরে ভুয়া এসআই গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শহিদুল ইসলাম সুমন (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।

কোতোয়ালি থানার এসআই মজনু মিয়া বাংলানিউজকে জানান, আটক সুমন দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের এসআই পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি তিনি নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকার এক অটোরিকশা চালককে আটক রেখে ভয়ভীতি দেখিয়ে ২৮ হাজার টাকা কেড়ে নেন।

পরে অটোরিকশা চালক আশরাফুল শনিবার সকালে সুমনকে মেডিকেল মোড় এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান,  সুমনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক ছিনতাই ও প্রতারণার মামলা রয়েছে।   প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।