ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধা ইলিয়াছের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধা ইলিয়াছের দাফন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলায় তার নিজ গ্রাম লক্ষ্মীকোল রাজার বাড়ি মুক্তিযোদ্ধা কবরস্থানে তাকে ‍দাফন করা হয়।



এরআগে বিকেল ৫টায় তার লাশবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।

এ সময় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবেক কমান্ডার আবুল হোসেন, ফকির আব্দুর জব্বার, মহসিন উদ্দিন বতু, মোহাম্মদ শহিদ্দুল্লাহসহ জেলার অন্যান্য মুক্তিযোদ্ধারা, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। শুক্রবার দিবাগত রাতে রাজধানী ঢাকার সবুজবাগ এলাকায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।