ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
মুন্সীগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ: নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের মালিপাথর এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে নিরব নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিশু নিরব একই এলাকার ভ্যান চালক শিপন মাতবরের ছেলে বলে জানা গেছে।

কে বা কারা, কি কারণে শিশু নিরবকে হত্যা করেছে তা এখনো জানতে পারেনি পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে বলেন, শুক্রবার বিকেলে খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নিরব। শনিবার বিকেলে খেলা করার সময় শিশুরা মালিপাথর এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিরবের মরদেহ দেখতে পায়।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে অথবা মাদকসেবীরা কোন কারণে নিরবকে শ্বাসরোধ করে হত্যার পর ওই ঘরে ফেলে রেখে পালিয়ে গেছে।

কে বা কারা, কি কারণে নিরবকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।