ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্তে গুলিতে গরু ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
মহেশপুর সীমান্তে গুলিতে গরু ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম রফিকুল ইসলাম (৩৫)।



বিজিবি সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের উপর হামলা চালালে গুলি চালায় বিজিবি। এ সময় তিন রাউন্ড গুলি বর্ষণ করে বিজিবি সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রফিকুল। আহত হন আরও কয়েকজন। তাদের মধ্যে ফিরোজ নামের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বাকি আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে। ঘটনাস্থল থেকে বিজিবি বেশ কয়েকটি গরু, রাম দা ও লাঠি উদ্ধার করেছে।

বিজিবির ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সীমান্তের জলুলী বিজিবি ক্যাম্পের সদস্যরা মাটিলা সীমান্তে টহল দিচ্ছিল। সে সময় ভারত থেকে অবৈধভাবে একদল গরু ব্যবসায়ী গরু নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে গরু ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের উপর ইট-পাটকেল, লাঠি-সোটা ও রাম দা নিয়ে হামলা চালায়। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলিবর্ষণ করে।  

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহিদুল ইসলাম সাহীন বাংলানিউজকে রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আরো ৩/৪ আহত হয়েছেন এমন খবর শুনেছি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।