ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
রাবি শিক্ষার্থীর আত্মহত্যা ছবি: প্রতীকী

রাবি(রাজশাহী): নিজ কক্ষে গলায় গামছা বেঁধে সুব্রত কুমার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সুব্রত কুমার রাজশাহীর বাগমারার দেওপাড়া এলাকার দ্বিজেন্দ্রনাথের ছেলে।



শনিবার(৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেলিম বাদশা বাংলানিউজকে জানান, ‘শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া করা মেসের নিজ কক্ষে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন সুব্রত। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে তার আত্মীয়রা এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

ওসি জানান, সুব্রত’র পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তার প্রথম বর্ষের পরীক্ষা চলছে। ইতোমধ্যে ৩টি বিষয়ের পরীক্ষা হয়েছে। এ পরীক্ষাগুলো খারাপ হওয়ায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠনোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।