ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি মজিবর রহমানের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
সাবেক এমপি মজিবর রহমানের দাফন সম্পন্ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের টানা ৭ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদিতমারী উপজেলার জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।



নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে ব্যারিস্টার ফাহমিদ সারওয়ার। পরে মরহুমের ইচ্ছানুযায়ী আদিতমারী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় অন্যান্যের মধ্যে অংশ নেন, লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপি নেতা সাবেক এমপি সালেহ উদ্দিন আহম্মেদ হেলাল, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম মাহবুবুল আলম মিঠুসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

এরআগে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে  ঢাকার উত্তরার বাসা থেকে গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। এ সময় মজিবর রহমানকে শেষবারের মতো দেখতে মানুষের ঢল নামে।

শনিবার ভোর ৪টার দিকে উত্তরায় নিজস্ব বাসভবনে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর

** সাবেক সংসদ সদস্য মজিবর রহমান আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।