ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে গুলিতে আরো এক গরু ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
মহেশপুরে গুলিতে আরো এক গরু ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ‍মাটিলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর গরু ব্যবসায়ীদের হামলার সময় আহত আরো এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে নেওয়ার পথে মাটিলা গ্রামের আব্দুল খালেকের ছেলে ফিরোজ আহমেদের (৩৮) মৃত্যু হয়।



ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এরআগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজিবির গুলিতে আহত একই গ্রামের আব্দুল মালেকের ছেলে রফিকুল ইসলাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত হয় কয়েকজন।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় জলুলী বিজিবি ক্যাম্পের সদস্যরা মাটিলা সীমান্তে টহল দিচ্ছিলেন। এ সময় ভারত থেকে অবৈধভাবে একদল গরু ব্যবসায়ী গরু নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। তখন বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে গরু ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের উপর ইট-পাটকেল, লাঠিসোটা ও রামদা নিয়ে হামলা করেন।

বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলিবর্ষণ করে। এতে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহিদুল ইসলাম সাহীন জানান, এ ঘটনায় আরো ৩/৪ আহত হয়েছেন শুনেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর

** মহেশপুরে গুলিতে গরু ব্যবসায়ীর মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।