ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গ্যাসলাইন বিস্ফোরণ

গ্রিনরোডে একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
গ্রিনরোডে একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: গ্যাস লাইনে বিস্ফোরণে রাজধানীতে একই পরিবারের তিন জন অগ্নিদগ্ধ হয়েছেন।

শনিবার (৩০ ‍জানুয়াির) রাতে গ্রিনরোডে অবস্থিত গ্রিনপিছ নামে ৬ তলা ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।



আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ( ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন।   তারা হলেন ওয়ান ব্যাংকের ‍উত্তরা শাখার কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী (৪২), তার স্ত্রী ঢাকা কলেজের শিক্ষিকা আফরোজা পারভীন ও তাদের একমাত্র সন্তান ত্রিমান (৬)।

আহত কামরুজ্জামান জানান, তাদের বাসার ড্রইংরুমের কার্নিসের ওপর দিয়ে গ্যাসের লাইন গেছে। এর নিকটবর্তী স্থান দিয়ে আইপিএস এর তার টানানোর সময় গ্যাস লাইনের বিস্ফোরণ হয়।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এজেডএস/এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।