ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
কক্সবাজারে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার লিংকরোডে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।  

শনিবার রাত সাড়ে ১০টার দিকে লিংকরোডের বিচ পাবলিক স্কুলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।


 
নিহত দ্বিজেন ধর (৩৫) কক্সবাজার জেলা প্রশাসক ক্যার্যালয়ের ৩ য় শ্রেণীর কর্মচারী এবং রামুর ফতেখারকুলের মৃত শ্রীনাথ ধরের ছেলে। ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
 
এ বিষয়ে কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, আটক মাইক্রো চালককের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।