ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভার থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
সাভার থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার

সাভার (ঢাকা): সাভার থেকে অপহৃত শিশু শিহাব হোসেনকে (১০) মানিকগঞ্জের সিংগাইর থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) ভোরে তাকে উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার ভাগলপুর থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

শিহাব তারাপুর এলাকার ক্যামব্রিজ স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। তার বাবা সৌদি আরবে থাকেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যায় শিশু শিহাব বাসায় সামনে খেলা করছিলো। এ সময় অপহরণকারীরা চকলেট কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানায় ও থানায় একটি লিখিত অভিযোগ করে। এর ভিত্তিতে শনিবার দিনগত গভীর রাতে পৌর এলাকার ব্যাংক টাউন থেকে শিশুটির আত্মীয় আলম ও খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

তিনি আরও জানান, অপহরণকারীরা গভীর রাতে অজ্ঞাত স্থান থেকে ফোন করে শিশুটির পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। যে মোবাইল থেকে ফোন করা হয়, সেটি ট্র্যাকিং করে আজ (রোববার) সকালে মানিকগঞ্জের সিংগাইর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীদের কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।