ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১০ ছবি : প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা ও বেজপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



আহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার সাহাপুর ঘি-ঘাটি গ্রামের কলেজছাত্রী চৈতি, রুমকি, জলিল ও বিদ্যু‍ৎ, বগুড়ার গাবতলী উপজেলার বাপ্পী, রানা ও বাদশাসহ ১০ জন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ২ কলেজছাত্রীসহ ৪ জন আহত হন।

অপরদিকে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বেজপাড়ায়  ২টি ট্রাকের সংঘর্ষে ৬ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।