ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় শিশুকে যৌন নিপীড়ন, নিপীড়নকারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বাড্ডায় শিশুকে যৌন নিপীড়ন, নিপীড়নকারী আটক

ঢাকা: রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় যৌন নিপীড়নের শিকার হয়েছে ছয় বছরের এক শিশু। এ ঘটনায় নিপীড়নকারী ইউনুস মাতবরকে (৫৫) অাটক করেছে পুলিশ।



বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, মঙ্গলবার (ফেব্রুয়ারি ০২) সকাল নয়টার দিকে বাসার সামনে খেলাধুলা করার সময় শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি গ্যারেজে নিয়ে যায় গ্যারেজের কেয়ারটেকার ইউনুস মাতবর। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাসায় গেলে বাড়ির লোকজন ইউনুস মাতবরকে ‍আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ইউনুসকে আটক করে থানায় নিয়ে যায়। চিকিৎসার জন্য শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আব্দুল জলিল।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।