ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে মাদকের টাকা নিয়ে সংঘর্ষ, সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
না’গঞ্জে মাদকের টাকা নিয়ে সংঘর্ষ, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মাদকের টাকা নিয়ে সংঘর্ষ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের হাত থেকে বাঁচতে গিয়ে সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন মোখলেছ (৩২) নামে একজন।



মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদক বিক্রির টাকা নিয়ে ঝগড়া ও কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে শরীফ ও তার লোকজন মোখলেছকে মারধর করে। এসময় মোখলেছ নিজেকে বাঁচাতে দৌড়ে রাস্তা পার হতে গেলে দুর্ঘটনা ঘটে।

মোখলেছ আহত হওয়ার খবরে তার আত্মীয়-স্বজন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কয়েকটি বাস ও সিএনজি ভাঙচুর করে সড়ক অবরোধের চেষ্টা করে।

এসময় স্থানীয় যুবলীগ নেতা বিপ্লব ও তার নেতাকর্মীরা জামায়াত-শিবিরের কর্মী মনে করে ধাওয়া দিলে দু’পক্ষের সংঘর্ষ হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে দু’পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে রয়েছে অতিরিক্ত পুলিশ।

মোখলেছের বাড়ি চাঁদমারি এলাকায়। তিনি পেশায় রিকশাচালক। আহত হওয়ার পর প্রথমে তাকে খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।