ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গি তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি জোরদার হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
জঙ্গি তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি জোরদার হয়েছে

জাতীয় সংসদ ভবন থেকে: জঙ্গিদের অপতৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী বলেন, ব্লগার হত্যাকাণ্ড ও জঙ্গিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত কার্যক্রম ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটর করছেন।


 
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকার দলীয় (চট্টগ্রাম-৪) আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
 
মন্ত্রী জানান, বিভিন্ন সময়ে সংঘটিত ব্লগার হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং হত্যাকারী ও তাদের সহযোগীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ব্লগার হত্যাকারীসহ জঙ্গিদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কারণে নিবিড় তদন্তের মাধ্যমে ব্লগার রাজীব হায়দার, ওয়াসিকুর রহমান বাবু ও আরিফ রহমান দিপুর হত্যাকারী এবং আসিফ মহিউদ্দিনের ওপর আক্রমণকারীদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হয়েছে। অন্যান্য ব্লগার হত্যাকারীদের শনাক্ত করে বিচারে সোপর্দ করতে এসব মামলা নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএম/এমজেএফ/

** প্রতিষ্ঠান প্রধান নারীদের সংখ্যা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে
** পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিষয়ে কিছু করছি না
** দেশে কারাগারে বন্দির সংখ্যা ৬৯ হাজার
** পাকিস্তান বরাবর হতাশ করেছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।