ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুক কর্তৃপক্ষ প্রতিটি অভিযোগ আমলে নিচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ফেসবুক কর্তৃপক্ষ প্রতিটি অভিযোগ আমলে নিচ্ছে

জাতীয় সংসদ ভবন থেকে: সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদে ব্যবহার নিশ্চিতকল্পে ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর থেকে বিটিআরসি’র উত্থাপিত প্রতিটি অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষ আমলে নিচ্ছে। যা ইতোপূর্বে কখনোই সম্ভব হয়নি।


 
সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এ কথা জানিয়েছেন।
 
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকে গঠনমূলক ব্যবহারের পাশাপাশি এর মাধ্যমে সমাজে অস্থিতিশীলতা, বৈষম্যমূলক ও নানাবিধ মানহানিকর প্রচারণা ইদানিংকালে প্রচুর বৃদ্ধি পেয়েছে। এ নানাবিধ সমস্যা দূর করার জন্য ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হয়ে থাকে।

তারানা হালিম আরও বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিতকল্পে এই ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার উদ্দেশ্যে ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) নামে সিস্টেম কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া দুই মাস আগ থেকে আইএসপি’দের বা সাবস্ক্রাইবার’দের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। সিঙ্গাপুর সফরকালে দ্বিপাক্ষিক আলোচনায় ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে সমঝোতা হয়েছে। অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ৪৮ ঘণ্টার মধ্যে এর প্রতিকারের প্রতিশ্রুতি দিয়েছে।
 
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদর দফতরগুলোর সহায়তায় বিটিআরসি ল এনফোর্সমেন্ট এজেন্সির (এলইএ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেবে।
 
সিঙ্গাপুরের আলোচনার পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ তখন থেকে এখন পর্যন্ত বিডি চার্ট (বিটিআরসি) কর্তৃক উত্থাপিত প্রতিটি অভিযোগ আমলে নিয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
এসএম/আরএম

** এআইআইবি আইন প্রণনয়নে সংসদে বিল উত্থাপন
** পদ্মা সেতুতে ভারত-জাপানের যোগান ১৬৬৫ কোটি টাকা
** ‘পাকিস্তান দুর্বৃত্তের দেশ’
** জঙ্গি অর্থায়নে সম্পৃক্ত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশের সুযোগ নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।