ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ৩ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
মেহেরপুরে ৩ মাদকসেবীর কারাদণ্ড

মেহেরপুর: মেহেরপুরে মাদক সেবন করা ও রাখার দায়ে তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরা হলেন-খোরশেদ আলম, শিহাব আলী ও আলী হোসেন।



সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহীনুজ্জামান ও শুভ্রা দাস পৃথকভাবে এ আদালত পরিচালনা করে এসব মাদকসেবীদের এ দণ্ডাদেশ দেন।

খোরশেদ আলম সদর উপজেলার কালীগাংনী গ্রামের রেজাউল হকের ছেলে, শিহাব আলী মেহেরপুর শহরের চক্রপাড়ার চাঁদ আলীর ছেলে ও আলী হোসেন সদর উপজেলার গোপালপুর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।
এর আগে ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) জালাল ও বৈকন্ঠপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মুক্তার হোসেন পৃথক অভিযান চালিয়ে ১০ গ্রাম করে গাঁজাসহ তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিতদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়ে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ভ্রাম্যমাণ আদালত।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।