ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ ভেটেরিনারিকে যবিপ্রবিতে অন্তর্ভুক্তির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ঝিনাইদহ ভেটেরিনারিকে যবিপ্রবিতে অন্তর্ভুক্তির দাবি

ঝিনাইদহ: ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অনুষদ হিসেবে অর্ন্তভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।
 
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


 
এ সময় এলাকাবাসী, সুশীল সমাজ, রাজনীতিবিদসহ বিভিন্ন সংগঠন, শ্রেণি ও পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষিবিদ আহাম্মদ আলী, মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, রাজনীতিবিদ আশরাফুল আলম, রানা হামিদ, শিক্ষার্থী ফাহিম হাসান, লুবান মাহফুজ মিশুক, জাহিদ হাসান, আব্দুস সামাদ, তানজিনা শারমিন হেমা প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর ও বরিশাল ভেটেরিনারি কলেজের আদলেই ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এসব কলেজ পরবর্তীতে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদে এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের একটি অনুষদে রূপান্তরিত হয়।  
 
অন্য চারটি কলেজের মতো অবিলম্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ হিসেবে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে অর্ন্তভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানায় বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।