ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে কঠোর ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে কঠোর ব্যবস্থা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু / ফাইল ফটো

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



শিল্পমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে, উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে; বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বৈঠকে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ধরনের অপতৎপরতা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটকমন্ত্রী রাশেদ খান মেনন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, স্বরাষ্ট্রসচিব ড. মোজাম্মেল হক খান, আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।