ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে শিশু-কিশোর শিক্ষার্থীদের পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
বেগমগঞ্জে শিশু-কিশোর শিক্ষার্থীদের পিঠা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নতুন প্রজন্মের শিশু শিক্ষার্থীদের সঙ্গে দেশীয় পিঠার পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে শিশু-কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান এন এ চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরি বিদ্যালয়ের উদ্যোগে শতাধিক শিক্ষার্থী প্রায় ৮০ রকমের পিঠা নিয়ে এ উৎসবে অংশ নেয়।



পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন আল রশিদ, বিদ্যালয়ের পরিচালক ফারজানা তাহের, সময় টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুল প্রমুখ।

পিঠা উৎসবে ক্ষীর পিঠা, সুজির বরপি, ডালের পিঠা, শীতের পিঠা, সুজির পিঠা, ছিটা পিঠা, কাকের বাসায় বকের ডিম, ঝুনি পিঠা, সাকুর পিঠা, মালপুয়া, পাটি সাপটা, রস কদম, পিংগার পিঠা, ঝাল পিঠা, লাভ পিঠা, পানপুয়া, নারকেল পিঠা, টিকেট পিঠা, আলুর স্টিক পিঠা, চকলেট পিঠা, গাজরের পিঠা, গোলাপের পিঠা, ভাপা পিঠা, শীরার পিঠা, সীমের ফুল পিঠা, জামাই পিঠা, গমের পিঠা, রুটি পিটা, চিতল পিঠা, পরটা, ক্রিসমাস ট্রি, সুজির পুরপিঠা, ডোনাটা পিঠা সহ নানান স্বাদের প্রায় ৮০ রকমের পিঠা স্থান পেয়েছে।

দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোরুল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নোয়াখালী করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহান, আমার সংবাদের বেগমগঞ্জ প্রতিনিধি আবদুর রহিম, সচিত্র নোয়াখালীর চিফ রিপোর্টার মো. সোহেল, নতুন বার্তা জেলা প্রতিনিধি মু. গোলাম কিবরিয়া রাহাত, বাংলাদেশ টুডে বেগমগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান, চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দাস প্রমুখ।

পিঠা উৎসবে অতিথিরা প্রভাতি ও দিবা শাখার ছয় শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। প্রভাতি শিফটে প্রথম হয়েছে, তৌহিদুল ইসলাম তুষার (প্লে শ্রেণি), দ্বিতীয় মুমতাহিনা রহমান মৌমিতা (প্লে শ্রেণি), তৃতীয় সালমা সুলতানা রাহামনি (প্লে শ্রেণি)।

দিবা শিফটে প্রথম হয়েছে মেহেদি হাসান পিয়াল (৪র্থ শ্রেণি) , দ্বিতীয় নির্জন বনিক (২য় শ্রেণি), তৃতীয় তারেক রহমান আসফি (৪র্থ শ্রেণি)।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।