ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে নদীর পাথর উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
বান্দরবানে নদীর পাথর উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে নদী থেকে পাথর উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করা হয়।



এতে প্রায় তিন শতাধিক মানুষ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের প্রতিবাদ জানান।

স্থানীয় আদিবাসী নেতা রং তুই ম্রোর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আদিবাসী নেতা মেনরুম ম্রো, সাং ম্রো ও বামং মারমা প্রমুখ।

বক্তারা বলেন, পাহাড়ি দুর্গম এলাকায় বসবাসরত মানুষের পানির একমাত্র উৎস ঝিরি-খাল ও নদী। প্রতিনিয়ত সেখান থেকে পাথর উত্তোলনের ফলে পানির উৎস নষ্ট হচ্ছে। অবিলম্বে এসব জায়গা থেকে পাথর উত্তোলন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি কাছে স্মারকলিপি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।