ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সোনালী ব্যাংকের জিএম ননীর বিরুদ্ধে দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
সোনালী ব্যাংকের জিএম ননীর বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় সাময়িক বরখাস্ত হওয়া সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) ননী গোপাল নাথের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩১ জানুয়ারি) হলমার্ক কেলেঙ্কারির চার্জশিটভুক্ত আসামি ননী গোপালের বিরুদ্ধে রমনা মডেল থানায় এ মামলা (নম্বর-৩৩) করা হয়।



মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান নিজেই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, ২০১২ সালে ননী গোপাল নাথের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

এরপর নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় সম্পদের হিসাব চেয়ে তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।

কিন্তু নোটিশ গ্রহণ করা সত্ত্বেও কমিশনে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা না দেওয়ায় কমিশন  তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় এ মামলা করা হয়েছে বলে জানিয়েছে দুদক সূত্র।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি  ৩১, ২০১৬
এডিএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।