ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
কুড়িগ্রামে দুর্যোগ মোকাবেলা বিষয়ক মহড়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: ভূমিকম্পে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে সচেতনতামূলক মহড়া কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিসের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।



মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।

সেখানে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মঞ্জিল হক, ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর শফিকুল ইসলাম প্রমুখ।

মহড়ায় ফায়ার সার্ভিসের পাশাপাশি ডিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।