ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গঙ্গা ব্যারেজ নির্মাণে আগ্রহী বিশ্বব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
গঙ্গা ব্যারেজ নির্মাণে আগ্রহী বিশ্বব্যাংক

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের দক্ষিণ-পশ্চিম এলাকার আর্শিবাদ গঙ্গা ব্যারেজ নির্মাণের নকশা প্রণয়ন শেষ পর্যায়ে।   এই ব্যারেজ নির্মাণে অর্থায়ন খোঁজা হচ্ছে।

তবে বিশ্ব ব্যাংকসহ অনেকেই ব্যারেজ নির্মাণে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে।
 
রোববার (৩১ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সংসদ সদস্য (এমপি) এস এম আবুল কালাম আজাদের সম্পূরক প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম এসব কথা বলেন।
 
তিনি বলেন, গঙ্গা ব্যারেজ অত্যন্ত প্রয়োজনীয় একটি স্থাপনা। এই ব্যারেজ নির্মাণ হলে দক্ষিণ-পশ্চিমের জেলাগুলো লবণাক্ততা থেকে মুক্ত হবে। একই সঙ্গে এই অঞ্চলের মানুষ দারিদ্র্যের কষাঘাত থেকেও বাঁচবে।

গঙ্গা ব্যারেজ বাস্তবায়নের কাজ অনেক এগিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে ডিজাইন (নকশা) প্রণয়নের কাজ শেষ পর্যায়ে আছে। ইতোমধ্যে বিশ্ব ব্যাংক তাদের আগ্রহের কথা জানিয়েছে। এখন প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই এ প্রকল্পের কাজ শুরু হবে।

সরকার দলীয় এমপি একেএম শামীম ওসমান বলেন, আমার নির্বাচনী এলাকায় ডিএনডি বাঁধের কারণে ওই এলাকার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মানুষের কাছে আমরা যেতে পারি না, আমরা তাদের কী জবাব দিবো।

‘আমাদের বেতন বাড়ানো হচ্ছে, আমি তো মনে করি আগের বেতন-ই পাওয়া উচিত না, আবার বেতন বাড়বে কী?’, বলেন তিনি।    
 
এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের মতো আমরাও জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে যাই। তবে আপনার এলাকার ওই বাঁধটি এক সময় সেচ প্রকল্প ছিল, এখন যেহেতু তা নেই; তাই বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।