ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ার নারীর মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
পুঠিয়ার নারীর মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া থেকে মালেকা বেগম (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী শামসুজ্জামানকে পুলিশ আটক করেছে।



রোববার (৩১ জানুয়ারি) বিকেলে পুঠিয়ার গোপালহাটি গ্রামে তার নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

আটক শামসুজ্জামান একই উপজেলার নগোপালহাটি উত্তরপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, মাঠের ভেতরে নির্জন এলাকায় নিহতের বাড়ি। তার আশপাশে কোনো আত্মীয়-স্বজন নেই। রোববার ঘরের মধ্যে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, দুর্বৃত্তরা মালেকা বেগমের গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মালেকা বেগমের বেশ কয়েকজন সাবেক স্বামী রয়েছেন। তার নিজের নামে এক বিঘা জমিও রয়েছে। জমির কারণে অথবা সাবেক স্বামীদের কারণেও এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসএস/আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।