ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিগগির মন্ত্রী পরিষদে উঠছে সাক্ষী সুরক্ষা আইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
শিগগির মন্ত্রী পরিষদে উঠছে সাক্ষী সুরক্ষা আইন

জাতীয় সংসদ ভবন থেকে: মামলায় সাক্ষীদের সুরক্ষা দিতে সরকার একটি আইন করতে যাচ্ছে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) ফজিলাতুন্নেসা ইন্দিরার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


 
এমপি ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও সাহসের কারণে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে; বিচার চলছে। কিন্তু সাক্ষীদের বিভিন্নভাবে প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে এই সংসদে সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন করা হবে কি-না?
 
জবাবে আইনমন্ত্রী বলেন, সাক্ষী সুরক্ষার ড্রাফট এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে। এটা নিয়ে আমরা আলোচনা করছি এবং খুব শিগগির তা মন্ত্রি পরিষদের বৈঠকে উত্থাপন করা যাবে।
 
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসএম/এমএ

** সংসদে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল উত্থাপিত
** গঙ্গা ব্যারেজ নির্মাণে আগ্রহী বিশ্বব্যাংক
** সরকারি চাকরিতে কোটা পদ্ধতি শিথিল করা হয়েছে
** মুক্তিযুদ্ধ অবমাননা করলে শাস্তি, আসছে আইন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।