ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ বাণিজ্য মেলায় বন্ধ হলো ঝুঁকিপূর্ণ ‘মৃত্যুকূপ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ময়মনসিংহ বাণিজ্য মেলায় বন্ধ হলো ঝুঁকিপূর্ণ ‘মৃত্যুকূপ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: অবশেষে ময়মনসিংহ শিল্প ও বাণিজ্য মেলায় প্রদর্শিত মোটর সাইকেল ও প্রাইভেটকারের ঝুঁকিপূর্ণ ‘মৃত্যুকূপ’ বন্ধ দিয়েছে মেলা কর্তৃপক্ষ।

গত বুধবার (২৭ জানুয়ারি) দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ ‘পাইপের বদলে বাঁশ, বাণিজ্যমেলায় ঝুঁকিপূর্ণ মৃত্যুকূপ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে জেলা প্রশাসন।



শেষ পর্যন্ত রোববার (৩১ জানুয়ারি) এ ‘মৃত্যুকূপ’ বন্ধ করে দেয় মেলা কর্তৃপক্ষ।

রোববার রাত ৮টায় সরেজমিনে নগরীর কাঁচারিঘাটের মেলায় গিয়ে ঝুঁকিপূর্ণ এ মৃত্যুকূপ বন্ধ হওয়ার দৃশ্য দেখা যায়। মেলার আয়োজক এসজে আলম বাংলানিউজকে এ তথ্য জানান।

জানা যায়, বাণিজ্য মেলার নাইম রাসিয়ান মৃত্যুকূপের চালক শফিকুল ইসলাম স্বপন ও সুরুজ্জামানের এ প্রদর্শনীর কোনো লাইসেন্স বা কাগজপত্র ছিল না। পাশের থানাঘাট মুক্তিযোদ্ধা বিজয় মেলার মৃত্যুকূপের চালক মো. রাশেদ এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ করেন।  

পরে সরেজমিনে বাংলানিউজ ওই মেলায় গিয়ে দেখতে পায়, নাইম রাসিয়ান মৃত্যুকূপের কাঠের দেয়ালের ভার ধরে রাখতে শক্তিশালী জিআই পাইপের বদলে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র বাঁশ। ফলে এ মৃত্যুকূপ ভেঙে বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা করছিলেন অনেকেই।

এসব ঘটনা নিয়ে গত ২৭ জানুয়ারি বাংলানিউজে প্রকাশিত সরেজমিন প্রতিবেদন নিয়ে মেলা ছাপিয়ে গোটা নগরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। অবশেষে রিপোর্ট প্রকাশের চারদিনের মাথায় মেলা কর্তৃপক্ষ বাধ্য হয়েই ওই ঝুঁকিপূর্ণ মৃত্যুকূপ বন্ধ করে দেয়।

এ বিষয়ে জানতে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।