ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে নোনা পানির কুমির গণনা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
সুন্দরবনে নোনা পানির কুমির গণনা শুরু

বাগেরহাট: বাঘ গণনার পর এবার সুন্দরবনে শুরু হয়েছে নোনা পানির কুমির গণনা।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের মংলা উপজেলার ফরেস্ট ঘাট এলাকায় খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।



বিশ্ব ব্যাংকের সহায়তায় বেসরকারি বন্যপ্রাণী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট ‘ক্যারিনাম’ কুমির গণনার এ কাজ করছে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- খুলনা অঞ্চলের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জাহিদুল কবির, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম, পশ্চিম বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদ আলী ও ক্যারিনাম’র নির্বাহী প্রধান এস এম এ রশীদ।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ডিএফও) জাহিদুল কবির বাংলানিউজকে বলেন, বন বিভাগ ও ক্যারিনাম এই জরিপ কাজ শুরু করেছে। বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় চারটি দলে বিভক্ত হয়ে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে এ কুমির গণনার কাজ।

এতদিন ধরে ১৯৮৫ সালের গণনা অনুযায়ী সুন্দরবন দেড়শ থেকে দুইশ’ কুমির রয়েছে বলে বলা হতো। তবে ওই সংখ্যাও প্রকৃত পক্ষে বাস্তব সম্মত নয় বলে মনে করেন তিনি।

জাহিদুল কবির বলেন, ইতোপূর্বে বিক্ষিপ্তভাবে কুমির গণনার কিছু কাজ হলেও তা থেকে সুন্দরবনে কুমিরের সংখ্যা সম্পর্কে প্রকৃত কোনো ধারণা পাওয়া পায় না।

বিশেষজ্ঞদের মতে উপকূলে লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে গোটা সুন্দরবনের ওপরই এর প্রভাব পড়ছে। এরই মধ্যে দেশে বিপন্ন হয়েছে মিঠা পানির কুমির। অনান্য বন্যপ্রাণীর মতো হুমকিতে নোনা পানির কুমিরও।

এই গণনা শেষে কুমিরের প্রকৃত সংখ্যা জানা গেলে তা রক্ষায় কার্যকারী পদক্ষেপ নেওয়া যাবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সুন্দরবনের কোন কোন এলাকায় কুমির বেশি অবস্থান করে তা জেনে সংরক্ষণের উদ্দেশে এই গণনার কাজ চালানো হচ্ছে। কুমিরের বংশবিস্তার ও জীবনযাত্রার হুমকি সনাক্ত করার পর তা মোকাবেলায় সুন্দরবন বিভাগ ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।