ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (৩১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে জেলার পুলিশ সুপার (এসপি) ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আসাদুজ্জামান বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।


 
পরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে এসপি আসাদুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
 
এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, আরিফুর রহমান মণ্ডল, মনিরা সুলতানা এবং প্রতিষ্ঠানের প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান, সাব্বির আহম্মেদ সরফরাজ, আল আসাদ মাহফুজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক কাওছারীন খাতুন, শিক্ষক আব্দুল করিম, আশরাফ আলী মণ্ডল, কলেজ ইনচার্জ কামরুন্নাহার বেগম, প্রভাষক আহসান হাবিব, মোস্তাকিম হোসাইন, ইয়াছমিন সুলতানা, কুদরত-ই-খোদা, খ.ম. জাকারিয়া আলম, ফেরদৌস আলম, আব্দুল বাছেদ, খুরশিদ আলম বাবু, মাসুকুর রহমান, আয়েশা সিদ্দিকা।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি এসপি আসাদুজ্জামান বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য ক্রীড়ার ভূমিকা অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার প্রতি যত্মশীল হওয়া দরকার।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
 
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।