ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত ভাড়া নিচ্ছে ৮১ শতাংশ অটোরিকশা

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
অতিরিক্ত ভাড়া নিচ্ছে ৮১ শতাংশ অটোরিকশা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর ৮১ শতাংশ সিএনজি চালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া নিচ্ছে আর ৭৩ শতাংশ অটোরিকশা যাত্রীর চাহিদামতো গন্তব্যে যেতে রাজি হয় না।   মিটারবিহীন অটোরিকশা নিষিদ্ধ থাকলেও রাজধানীতে ৩৮ শতাংশ অটোরিকশা মিটারবিহীন চলছে।



সম্প্রতি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সরেজমিন পর্যবেক্ষণ করে এ তথ্য পেয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) এ তথ্য জানায় সমিতি।

গত ২০ থেকে ২৮ জানুয়ারি ঢাকা মহানগরীর সদরঘাট, গুলিস্তান, প্রেসক্লাব, পল্টন, কাকরাইল, দৈনিক বাংলা, মতিঝিল, কমলাপুর রেলওয়ে স্টেশন, খিলগাঁও চৌরাস্তা, ফকিরাপুল, ফার্মগেইট, মালিবাগ, মিরপুর-১০, ধানমণ্ডি, এলিফ্যান্ট রোড, শাহবাগ, বিমানবন্দর ও মহাখালী এলাকায় এ পর্যবেক্ষণ পরিচালনা করে সংগঠনটি।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ স্পটে ১০৯৩টি অটোরিকশায় যাত্রীসেবার কার্যক্রম পর্যবেক্ষণ করে সমিতির সদস্যরা। ওই সময়ে ১১৬০ জন অটোরিকশা যাত্রীর সঙ্গে  কথা বলে এ পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরি করেছেন তারা।

প্রতিবেদনে বলা হয়,  ঢাকা মহানগরীতে চলাচলরত অটোরিকশার ৬২ শতাংশ চুক্তিতে চলাচল করে। মিটারে চলাচল
পর্যবেক্ষণকালে যাত্রীরা অভিযোগ করে বলেন, রাত ৯টার পর এবং সকাল ৮টার আগে কোনো অটোরিকশা মিটারে চলে না।
তিনি আরও বলেন, মিটার বাস্তবে প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

যাত্রী স্বার্থ উপেক্ষা করে এক লাফে যাত্রী ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েও সরকার এ সেক্টরে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬   
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।