ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় পোশাক শ্রমিকসহ দু’জনের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর উত্তরা ও খিলগাঁও এলাকায় ঘটনাগুলো ঘটে।



রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আব্দুর রহমান (২৬) নামে এক যুবকের। তিনি গাজীপুরে টঙ্গীর কলেজ গেট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের এইচএম ভবনে মাসুদুর রহমানের দোকানে বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ করতেন।

মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, রোববার রাত ৮টার দিকে সার্ভিসিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আব্দুর রহমান। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একইদিন সকালে রাজধানীর খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালের সামনের সড়কে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন পোশাক শ্রমিক জাহানারা বেগম (৬০)। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জের জাফর আলীর স্ত্রী।

নিহত জাহানারার মেয়ে রুবি জানান, তারা খিলগাঁওয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। রোববার সকালে মা-মেয়ে একসঙ্গে খিলগাঁওয়ের একটি পোশাক কারখানায় কাজে যাওয়ার সময় একটি মটরসাইকেলের আঘাতে গুরুতর আহত হন জাহানারা। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

ঘটনা দু’টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এজেডএস/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।