ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাগমারায় ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
বাগমারায় ভাইয়ের হাতে ভাই খুন ছবি: ফাইল ফটো

রাজশাহী: সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীর বাগমারায় ছোটভাই আশরাফুলের লাঠির আঘাতে গুরুতর আহত বড়ভাই শামসুল হকের (৭০) মৃত্যু হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



নিহত শামসুল হকের ছেলে মিলন জানান, তার চাচা আশরাফুলের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। শনিবার (৩০ জানুয়ারি) বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটাকে কেন্দ্র করে শামসুল হকের সঙ্গে আশরাফুলের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শামসুল হকের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন আশরাফুল ও তার ছেলে মেজবাহ উদ্দিন। এতে তিনি গুরুতর আহত হন।

ওই দিনই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শামসুল হক রোববার সন্ধ্যায় মারা যান বলে জানান মিলন।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।