ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াশার চাদরে ঢাকা রাতের রাজধানী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
কুয়াশার চাদরে ঢাকা রাতের রাজধানী ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী শহর ঢাকা। জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুর এ সময়টায় মাঘের শীতকে মনে করিয়ে দিতেই যেন রাজপথকে ঢেকে দিতে চাইছে কুয়াশার এ চাদর।



রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর থেকেই রাজধানীতে কুয়াশা নামতে শুরু করে। রাতের গভীরতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে কুয়াশার ঘনত্ব।

কুয়াশার পুরু চাদরে ঢাকা পড়ায় একদিকে যেমন রাজধানীর সড়কগুলোয় যান চলাচলের স্বাভাবিক গতি ব্যহত হচ্ছে, অন্যদিকে ছিন্নমূল মানুষগুলোর ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে।

রোববার দিনগত রাতে ছোট-বড় সব ধরনের যানবাহনকেই স্বাভাবিকের চেয়ে অনেক কম গতিতে চলতে দেখা গেছে। গাড়ির হেডলাইটের আলো কুয়াশা ভেদ করে মাত্র কয়েক গজ দূরে গিয়ে থেমে যাচ্ছে।

রাস্তায় দু’হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। সড়কের আইল্যান্ড, রোড ডিভাইডারগুলো কুয়াশার চাদরে ঢাকা পড়েছে।

রাত দেড়টার দিকে রাজধানীর বারিধারা, গুলশান, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, প্রেসক্লাব, পল্টন, কাকরাইলসহ বিভিন্ন এলাকা ঘুরে এসব দৃশ্য দেখা যায়।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।