ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছবি: ফাইল ফটো

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।



ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী বোঝাই চারটি ফেরি আটকা পড়েছে। এছাড়া পাটুরিয়া ঘাটে যানবাহন বোঝাই অবস্থায় ছাড়ার অপেক্ষায় রয়েছে পাঁচটি ফেরি। বাকি ফেরিগুলো একইভাবে দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলেই পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।