ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-১ এ মতিউর রহমান (৫০) নামে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।

মতিউর রহমান ঢাকার বংশাল থানার মৃত আলী আজগরের ছেলে।  

কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা বাংলানিউজকে বলেন, রোববার দিবাগত রাত ২টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মতিউর রহমান। তাকে দ্রুত কারা হাসপাতাল এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, মতিউর রহমান মাদক মামলার ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৪ মাস আগে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।