ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে সমৃদ্ধি মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
ঠাকুরগাঁওয়ে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে সমৃদ্ধি মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: দারিদ্র দূরীকরণে দরিদ্র পরিবারের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সমৃদ্ধি মেলা।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কচুবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন-পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.কাজী খলীকুজ্জামান আহমদ।



এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইউপি চেয়ারম্যান জাফরুল্লাহ।

সমৃদ্ধি মেলায় শিক্ষা, পরিবার পরিকল্পনা, কর্মমুখী উন্নয়ন, মৎস্য চাষ, মুক্তিযুদ্ধের আলোক চিত্রসহ ৩০টি স্টল স্থান পায়। এলাকার তিন সহস্রাধিক মানুষ মেলার বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।