ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চারতলা থেকে সন্তানকে ছুড়ে ফেললো মা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
চারতলা থেকে সন্তানকে ছুড়ে ফেললো মা

ঢাকা: রাজধানীর রমনায় সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানকে চারতলা থেকে ছুড়ে ফেলে হত্যার চেষ্টা করেছেন এক মা। ওই মা বেইলী রোড এলাকার এক বাসায় গৃহকর্মীর কাজ করেন।



সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে রমনার বেইলী রোডের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ওই সন্তানকে উদ্ধার করে মগবাজার আদদ্বীন হাসপাতালে ভর্তি করান।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সদ্য প্রসূত ছেলে সন্তানকে মেরে ফেলার উদ্দেশে চারতলা থেকে ফেলে দেন ওই সন্তানের মা।

ছুড়ে ফেলা ওই সন্তান রাজধানীর মগবাজার আদদ্বীন হাসপাতালে এবং সন্তানের মা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এজেডএস/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।