ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
রাজশাহীতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

রাজশাহী: রাজশাহী মহানগরীতে দিনে-দুপুরে ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের সময় কৌশিক আহম্মেদ (২৬) নামে যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।  

হামলার শিকার ব্যবসায়ী নিজেই ওই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছেন।



সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মহসনগরীর সাহেব বাজার ওভার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হামলার শিকার ব্যবাসয়ী আমানুল্লাহ মাসুদ জানান, দুপুর ১২টার দিকে তিনি সোনালী ব্যাংক রাজশাহীর করপোরেট শাখা থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে ওভার ব্রিজ দিয়ে সাহেব বাজারে আসছিলেন। ওভার ব্রিজে ওঠার পর পেছন থেকে তার মাথায় রডের আঘাত করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়।

এতে কোনরকমে তিনি নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ান। পরে ছিনতাইয়ের চেষ্টাকারী যুবক কৌশলে পালিয়ে যায়। তবে কৌশলে ওই ব্যবসায়ী তার পিছু নিয়ে মহানগরীর সাহেব বাজার বড় মসজিদের কাছে এসে লোহার রডসহ ওই যুবককে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার শিকার ব্যবসায়ী এ বিষয়ে থানায় মামলা দিলে ওই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার কাছ থেকে লোহার রড জব্দ করা হয়েছে বলে জানাম ওসি।

আটক কৌশিক নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।