ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রীবাহী ট্রলারডুবি

মেঘনায় আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
মেঘনায় আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ আরও তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  
 
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর ও বরিশালের সীমান্তবর্তী কালিগঞ্জ এলাকায় মেঘনা নদীতে স্থানীয় লোকজন মৃতদেহগুলোর সন্ধান পায়।

খবর পেয়ে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে।
 
উদ্ধার হওয়া মৃতদেহগুলো হাইমচর ইশানবালার নারগিস (২৮), রতন (২) ও আহম্মদ উল্লাহ শিকদারের (৪৪) বলে জানা গেছে।
 
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, কালিগঞ্জ থেকে স্থানীয় লোকজন থানায় যোগাযোগ করলে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে যায়। পরে, সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ট্রলারে করে হাইমচরে নেওয়া হচ্ছে। মরদেহগুলো রাতে হাইমচরে পৌঁছাবে বলে জানা গেছে।  
 
এর আগে, রোববার (৩১ জানুয়ারি) বরিশাল থেকে এক শিশু ও উদ্ধার হওয়া ট্রলার থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত নিখোঁজ নয় জনের মধ্যে সাত জনের মৃতদেহ উদ্ধার হলো।
 
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে হাইমচরের তেলিরমোড় এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে ‘এমভি রানা’ নামের ট্রলারটি ঈশানবালার উদ্দেশ্যে রওনা দেয়। পথে মাঝ মেঘনার মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।
 
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।