ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে প্রাইভেটকার খাদে পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
পাঁচবিবিতে প্রাইভেটকার খাদে পড়ে চালক নিহত

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে গেলে চালক আকাশ হোসেন বাবু (৩২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রাইভেটকারের আরো পাঁচ যাত্রী।


  
সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ বগুড়া সদরের চক লোকমান কলোনি এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকার যাত্রী নিয়ে বগুড়া থেকে জয়পুরহাট হয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দরের উদ্দেশে রওয়ানা হয়। পথে পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই চালক আকাশ নিহত ও প্রাইভেটকারে থাকা পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক।   

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) কিরণ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।